লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগকৃত কর্মকর্তাদের ছাটাইয়ের দাবিতে মানবববন্ধন


ইসলামী ব্যাংকে স্বৈরাচারের দোষর এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত কর্মকর্তাদের ছাটাইয়ের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের চকবাজার এলাকায় শতাধিক গ্রাহক ও চাকরি প্রত্যাশি এ মানববন্ধন করে।
জানা গেছে, লক্ষ্মীপুর ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশি পরিষদের ব্যানারে এ আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ব্যাংকের গ্রাহক আবদুর রহমান জাহাঙ্গীর, নিজাম উদ্দিন মাহমুদ, ফয়েজ আহমেদ,আবুল কালাম, শামছুল হুদা ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশি পরিষদের আহবায়ক তানিম হোসেন প্রমুখ।