ইসলামী ব্যাংকে স্বৈরাচারের দোষর এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত কর্মকর্তাদের ছাটাইয়ের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের চকবাজার এলাকায় শতাধিক গ্রাহক ও চাকরি প্রত্যাশি এ মানববন্ধন করে।
জানা গেছে, লক্ষ্মীপুর ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশি পরিষদের ব্যানারে এ আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ব্যাংকের গ্রাহক আবদুর রহমান জাহাঙ্গীর, নিজাম উদ্দিন মাহমুদ, ফয়েজ আহমেদ,আবুল কালাম, শামছুল হুদা ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশি পরিষদের আহবায়ক তানিম হোসেন প্রমুখ।