ডিসেম্বর ২, ২০২৫

সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত পুলিশ, লক্ষ্মীপুরে এসপি আবু তারেক

0
WhatsApp Image 2025-12-02 at 16.08.58_aa64f81a

‎লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক।

‎মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

‎পুলিশ সুপার বলেন, সরকার আমাকে লক্ষ্মীপুরে পাঠিয়েছে একটি বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য- সেটি হলো নির্বাচন। আমাদের এখন একটাই টার্গেট, ফেব্রুয়ারির নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এজন্য সব ধরনের আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো প্রকার অঘটন যেন না ঘটে, তা নিশ্চিত করতে পুরো পুলিশ টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে শুধু পুলিশের পক্ষে নির্বাচন নিরাপদ ও সুষ্ঠু করা সম্ভব নয়, এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

‎সভায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *