লক্ষ্মীপুরে রুপালি ব্যাংক পিএলসি শাখার অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে রুপালি ব্যাংক পিএলসি শাখার অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৪ নভেম্বর ) সকালে রূপালী ব্যাংক পিএলসি, জোনাল অফিস লক্ষ্মীপুরের আয়োজনে “বার্ষিক হিসাব সমাপনী ডিসেম্বর’ ২০২৫ ও ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা অর্জন” বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় লক্ষ্মীপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল প্রধান বিজন ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্হাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আমির হোসেন, বিশেষ অতিথি ছিলেন, এজিএম মোঃ আনোয়ার হোসেন, এজিএম মোঃ ইলিয়াস মিয়া ও অত্র জোনের ৯ টি শাখার ব্যবস্থাপক।
সভায় ২০২৫ সালের সকল সূচকের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন, চলমান ৭৫ দিনের ক্র্যাশ কর্মসূচীর সফল বাস্তবায়ন, নতুন করে কোন ঋণ যাতে খেলাপী না হয় তার জন্য অত্র জোনের সকল ব্যবস্থাপকদেরকে বিভাগীয় প্রধানগণ দিক-নির্দেশনা প্রদান করেন।
