আগস্ট ২৪, ২০২৫

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

WhatsApp Image 2025-08-13 at 6.33.24 PM (1)

লক্ষীপুর সদর উপজেলার মান্দারি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বায়োজিদ বোস্তামির মতো মায়ের দোয়া নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের পরামর্শ দেন।

গত মঙ্গলবার (১৪ আগষ্ট ) বিকেলে মান্দারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আহম্মেদ ফেরদৌস মানিক।

বক্তারা বলেন তোমরা জিপিএ-৫ অর্জন করে প্রমাণ করেছো যে, তোমাদের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে। এখন মায়ের দোয়া ও নিজের প্রচেষ্টা নিয়ে দেশের জন্য কাজ করো।

পরে আগত অতিথিরা জিপিএ-৫ অর্জন করা ১৪ জন শিক্ষার্থীর হাতে তাদের ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীরা বলেন, এই সংবর্ধনা আমাদের জন্য বিরাট প্রেরণা। আমরা প্রতিজ্ঞা করছি, পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজের জন্য কাজ করে আদর্শ নাগরিক হব।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দারী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন বাবলু, মান্দারী ইউনিয়নের বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ,মান্দারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুল্ল্যাহ, ‘দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, চন্দ্রগঞ্জ থানা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল ইসলাম খান সুমন ‘ দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনছুর রহমান’ অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলম হোসেনসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন