শেখ হাসিনাসহ তার দোসরদের অবৈধ সম্পদের হিসেব নিতে হবে খায়ের ভূঁইয়া


দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে শেখ হাসিনাসহ তার দোসরদের অবৈধ সম্পদের হিসেব নিতে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
তিনি বলেন, অতীতে যারা এদেশে লুটপাট করেছে, লুণ্ঠন করেছে হাসিনাসহ তার দোসরদের সম্পদের হিসেব নিতে হবে। ইউনিয়ন ও গ্রামপর্যায়ে তাদের সম্পদের হিসেব নিতে হবে দুদকের মাধ্যমে। দুর্নীতির মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাদের অনেকেই এখন এলাকায় নেই, পালিয়ে আছেন। অবৈধভাবে সম্পদ করেছে ঢাকা-চট্টগ্রামসহ দেশে বিদেশে। জনগণের সম্পত্তি লুটপাট করেছে। তা উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া উচ্চ বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হাসিনাসহ যারা নিরাপরাধ মানুষকে হত্যা নির্মমভাবে হত্যা করেছে। আয়নাঘর সৃষ্টি করে হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমাদের নেতা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, অদ্যাবধি পর্যন্ত তার কোন খবর পাইনি। আমাদের ৬২ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী প্রমুখ।