লক্ষ্মীপুরের বশিকপুরে ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলার ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নের ৫০০ জন শিক্ষার্থীর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) ও ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামশেদ আলম রানা। বশিকপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শিক্ষা সামগ্রী বিতরণকালে ৫০০ শিক্ষার্থীকে ১টি করে স্কুল ব্যাগ, ৮টি খাতা, ১২টি কলম ও ১টি জ্যামিতি বক্স প্রদান করা হয়।
প্রধান অতিথি ইউএনও জামশেদ আলম রানা বলেন, সুশিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে। এই ধরনের উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।