বিজিবির সুইমিং কমপ্লেক্স শহীদ নুরুল ইসলামের নামে নামকরণ


ডেস্ক রিপোর্ট : ২০০৯ সালের পিলখানা বিদ্রোহে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)- সুইমিং কমপ্লেক্সের নাম শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের নামে নামকরণ করা হয়েছে। এখন থেকে স্থাপনাটি “শহীদ নুরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স” নামে পরিচিত হবে।
শহীদ নুরুল ইসলামের ছেলে মো. আশরাফুল আলম হান্নান এই স্বীকৃতি প্রদানের জন্য বিজিবির মহাপরিচালক এবং সমগ্র বিজিবি বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ধরনের সম্মাননা যেকোনো বাহিনীর সদস্যকে দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ করবে।
বিদ্রোহের সময় অন্যান্য অনেকে যখন জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছিলেন, তখন সুবেদার মেজর নুরুল ইসলাম সশস্ত্র বিদ্রোহী জওয়ানদের প্রতিরোধে এগিয়ে এসেছিলেন। বিদ্রোহীদের বাধা দেওয়ায় তাকে মশারি স্ট্যান্ড দিয়ে পিটিয়ে ও ব্রাশফায়ার করে নৃশংসভাবে হত্যা করা হয় বলে জানা গেছে।