জানুয়ারি ২১, ২০২৬

লক্ষ্মীপুরে পুকুরে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

0
1768913157633

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত অচেনা যুবকের পরিচয় জানাতে পারেনি কেউ।

এরআগে দুপুরে ভবানীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরমনসা গ্রামের শাহজাহান ডাক্তার বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুকুরে ডুবে থাকা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে ওই যুবককে কেউ চিনতে পারেনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মৃত ব্যক্তি অজ্ঞাত। তার মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *