ডিসেম্বর ২৭, ২০২৫

লক্ষ্মীপুরে সম্মাননা পেলেন ৩৭ গুণী ব্যক্তিত্ব

0
IMG-20251226-WA0106

লক্ষ্মীপুরের রামগঞ্জের দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। এসময় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩৭গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ আয়োজন করেন।

শতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা উপ-নিয়ন্ত্রক খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।
অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ হারুন আল রশিদ (বুলবুল মজুমদার), আবু হান্নান লাভলু, ওমর ফারুক (শাকিল চৌধুরী), মোমিন শুভ্র ও জিকুসহ অনেকে।

অংশগ্রহণকারীরা জানায়, শুক্রবার সকালটা ছিল একটু ভিন্ন। কনকনে শীত আর কুয়াশা জয় করে চারদিক থেকে সবাই এসেছে। বিভিন্ন বয়সি নারী-পুরুষরা নানা সাজে জড়ো হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে। এ স্বর্ণালীশতক অনুষ্ঠান ঘিরে ছিল প্রবীণ-নবীণ বন্ধুদের মিলনমেলা।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বলেন, অনুষ্ঠানকে ঘিরে ঈদের মতো উৎসব হয়েছে। এতে বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। আনন্দ, আড্ডা আর স্মৃতিতে হারিয়ে গেছে সবাই। প্রাণবন্ত আয়োজনে দিনটা কীভাবে ফুরিয়ে গেল, বোঝাই যায়নি। শেষে জনপ্রিয় শিল্পী কাজী মোহাম্মদ আলী জাহাঙ্গীর বালাম, বেলাল খান ও সানিয়া সুলতানা লিজা গান পরিবেশনে মাতিয়ে তোলেন।

প্রসঙ্গত, ১০০ বছর আগে ১৯২৫ সালে স্থানীয় শিক্ষানুরাগী মৌলভী আবদুর রহমানের উদ্যোগে তার নিজ নামে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *