ডিসেম্বর ১৫, ২০২৫
1765605529312

লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ড মজুপুর এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে। পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ডাকাতি করার সময় বাধা দেয়া বা পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডটি ঘটেছে কিনা সেটা তদন্ত করছে পুলিশ।

নিহতের স্বজন-এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে তিনটার দিকে ঘরের ছাঁদ দিয়ে মুখোশ পরে ভিতরে প্রবেশ করে দৃর্বৃত্তা। পরে ঘরের ভিতরে ঢুকে প্রথমে ছকিনা বেগমের রুমে যায়। এসময় ছকিনা বেগম চিৎকার দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। পরে অন্যদের শোরৎচিকার শুনে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় । নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ ২বছর আগে মারা যান। নিহতের দুই সন্তান বিদেশে থাকেন। তবে ঘর থেকে কোন মালামাল বা টাকা লুটের ঘটনা না ঘটলেও ডাকাতি করার সময় বাধা দেয়ায় এই হত্যাকান্ডটি ঘটেছে বলে দাবী করেন পরিবারও স্থানীয়রা।

লক্ষ্মীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা জানান, পূর্ব শুক্রতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ডাকাতির বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এই বিষয় মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ