লক্ষ্মীপুরে ইউএনও’র মাদকবিরোধী অভিযান: পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মাদকমুক্ত সদর উপজেলা গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর, উত্তর মজুপুর, রাজিবপুর ও বাঞ্চানগর এলাকায় মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত গাঁজা সেবন ও গাঁজাসহ আটক হওয়ায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. জিহাদ (২২), পিতা মোরশেদ আলম, গ্রাম আবিরনগর; ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৪০ টাকা অর্থদণ্ড।
মো. শফিক উল্যাহ (৫২), পিতা মৃত নুরুজ্জামান, গ্রাম রাজিবপুর; ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড।
নুর মোহাম্মদ টিপু (৩৫), পিতা মৃত আবু তাহের, গ্রাম রাজিবপুর; ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
মো. আব্দুর রহিম (৫০), পিতা মৃত আলী আহম্মদ, গ্রাম রাজিবপুর; ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
মো. দুলাল হোসেন (৩৬), পিতা মৃত নুরুল ইসলাম, গ্রাম রাজিবপুর; ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১,৫০০ টাকা অর্থদণ্ড।
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইউএনও জামশেদ আলম রানা বলেন, মাদকমুক্ত লক্ষ্মীপুর গড়তে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক একটি সামাজিক ব্যাধি, এটি নির্মূলে নিয়মিত অভিযান চালানো হবে। কোনোভাবেই মাদকের সঙ্গে আপস নয়।
