অক্টোবর ১৬, ২০২৫

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে লক্ষ্মীপুরে দিনব্যাপী বিজ্ঞান উৎসব।

0
WhatsApp Image 2025-10-16 at 16.12.05_1e905a28


‎শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান উৎসব। এতে ৫০টি স্টলে ৫’শতাধিক শিক্ষার্থী তাদের উদ্ভাবন তুলে ধরে।

বৃহস্পতিবার (১৬অক্টোবর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিজ্ঞান উৎসবের আয়োজন করেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ।

‎সকালে ফিতা ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় তিনি স্টল পরিদর্শন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

‎তিনি বলেন, আমাদের কুসংস্কার থেকে বের হয়ে আসতে হলে বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে এমন আয়োজন করা প্রয়োজন। বর্তমান সময়ে যে জাতি বিজ্ঞানে যত বেশি উন্নত সে জাতিই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। যে জাতি বিজ্ঞানবিমুখ তারা পৃথিবীতে পিছিয়ে পড়েছে। উন্নতির শিখরে আরোহণ করতে পারে না।

‎লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *