লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা


মো. রাসেল
লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন বলেছেন, নাগরিকদের মতামত ও পরামর্শ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়তা করবে। সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিত ও টেকসই পৌরসভা গড়ে তুলবো আমরা।
সোমবার ( ১৩ অক্টোবর ) বিকেলে পৌর শহরের ইলেভেন কেয়ার একাডেমিতে আয়োজিত পৌর নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি, নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন প্রমুখ।
এসময় স্থানীয় বাসিন্দা রেজাউল করিম সুমন বলেন,রাস্তার কাজ যেন এমনভাবে করা হয়, যাতে এক বছরের মধ্যে নষ্ট না হয়ে অন্তত পাঁচ বছর টিকে থাকে। উন্নয়ন যেন টেকসই হয়, সেটাই আমাদের দাবি।
মো. আলমগীর নামের আরেকজন বাসিন্দা বলেন, পিটিআই ও কালুহাজি সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে দিন দিন মশার উপদ্রপ বেড়ে যাচ্ছে, খুব দ্রুত এটি নিষ্কাশন করার দাবী জানাচ্ছি।
ইলেভেন কেয়ার এর প্রধান শিক্ষক বলেন, যেকোনো দুর্যোগ হলেই পৌরসভার পানির সাপ্লাই বন্ধ হয়ে যায়। জিজ্ঞেস করলে কর্তৃপক্ষ জানায় বিদ্যুৎ না থাকার কারণে সমস্যাটি হচ্ছে। আমাদের দাবি পৌরসভা থেকে জেনারেটরের ব্যবস্থা করে দেয়া হলে পানি নিয়ে আমাদের আর সমস্যায় পড়তে হবে না।
মতবিনিময় সভায় পৌরসভার কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।