অক্টোবর ১৫, ২০২৫

লক্ষ্মীপুরে ছয় লক্ষ টাকার জাল ও ইলিশ জব্দ

0
WhatsApp Image 2025-10-11 at 11.50.38_9c8b7f05

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় মৎস্য অফিস ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।

এছাড়া ২০ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়। পরে জালগুলো নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান ও কোস্ট গার্ডের পেটি অফিসার হাফিজুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,“জেলেদের আর্থিক অসুবিধা দূর করতে সরকার থেকে বিএজেএফ সহায়তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে সহায়তা বিতরণ করা হয়েছে। আশা করি জেলেরা মা ইলিশ সংরক্ষণে আমাদের সহযোগিতা করবেন এবং অবৈধভাবে মাছ ধরা থেকে বিরত থাকবেন। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *