অক্টোবর ১৫, ২০২৫

কানাডা প্রবাসীর বিরুদ্ধে বাবা-ভাইকে হত্যার হুমকির অভিযোগ

0
WhatsApp Image 2025-10-11 at 11.46.14_c5752f5d

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের বিরুদ্ধে তার বাবা ও ছোট ভাইকে মোবাইলফোনে কল করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয় ফিরোজ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার আজিজ মাঝি বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী মানিক মিয়া ও তার ছোট ছেলে তারেক হোসেন এ অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে চেষ্টা করেও কানাডা প্রবাসী ফিরোজের বক্তব্য জানা যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিক মিয়ার স্ত্রী আমেনা বেগম ও বড় মেয়ে মাহিনুর বেগম।

এদিকে হুমকির ঘটনায় তারেক সদর মডেল থানায় ফিরো বিরুদ্ধে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভুক্তভোগী মানিক মিয়া বলেন, আমার কোন জমি এখনো সন্তানদেরকে বন্টন করে দিইনি। আমার ভাই সাহাবুুদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। পরে তা মীমাংসা হয়। সালিসি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৮ অক্টোবর) ওই জমি থেকে পুরনো একটি পুরনো ঘর সরিয়ে দিতে গেলে আমার ছেলে ফিরোজের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার এসে বাঁধা দেয়। একপর্যায়ে পুলিশ এনে আমাদেরকে হয়রানি করে। পরে ফিরোজ বিদেশ থেকে মুঠোফোনে কল দিয়ে আমাকেসহ ছোট ছেলে তারেককে হত্যাসহ মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমরা এখন নিরপত্তাহীনতায় রয়েছি।

তারেক হোসেন বলেন, বুধবার রাতে ফিরোজের লোকজন তার ঘরের মালামালে আগুন দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার আত্মীয়-স্বজনদের ফোন দিয়ে হুমকি দিচ্ছে। আমাকেও হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনায় আমি সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ ঘটনায় প্রবাসী ফিরোজের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার বলেন, জমি বিরোধ মিমাংসায় আমার স্বামী টাকা পয়সা খরচ করেছে। হঠাৎ করে আমরা শ্বশুররা ঘরটি ভেঙে ফেলছিল। এতে বাঁধা দিয়েছি। আর আমার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান জানান, হুমকির ঘটনায় তারেক একটি জিডি করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *