অক্টোবর ১৫, ২০২৫

আদালতের জরিমানা পরিশোধ করতে সন্তান বিক্রি করতে চান রামগঞ্জের নাজমা বেগম

0
WhatsApp Image 2025-10-04 at 16.32.07_930f56bc

অসুস্থ স্বামী এবং নিজেকে জেল থেকে বাঁচানোর লক্ষে আদালতের জরিমানা ২০ হাজার টাকা পরিশোধের জন্য নাইমুল হুদা নামের সাড়ে ৪বছরের শিশু সন্তানকে বিক্রয় করতে চান রামগঞ্জের নাজমা বেগম নামের এক অসহায় গৃহবধু। রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউপির হরিশ্চর গ্রামের তেতিয়ালা বাড়ির গৃহবধু নাজমা বেগম শনিবার সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর নিকট এমন আবেদন জানান।

গৃহবধু নাজমা বেগম জানান, তার স্বামী নাজমুল হুদার বয়স বেড়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন। এরমধ্যে তার দেবর মোঃ হানিফ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সেপ্টেম্বর ২০২৩ইং সনে স্বামীসহ বিরুদ্ধে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থানার তদন্তকারী কর্মকর্তা ওই অভিযোগ প্রসিকিউশন দিয়ে ১অক্টোবর ২০২৩ইং ওই অভিযোগ লক্ষ¥ীপুর আদালতে প্রেরণ করেন।

যার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ৩০ সেপ্টেম্বর ২০২৫ইং গৃহবধু নাজমা বেগম এবং তার স্বামী নাজমুল হুদা প্রকাশ লোকমানের ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ৭দিনের জেল প্রদান করেন। ৩০ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৭ আক্টোবরের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের স্বামী-স্ত্রী দুইজনকে যেতে হবে জেলে। তাদের কোন স্বজন না থাকায় এবং প্রতিবেশী এগিয়ে না আসায় নাজমা বেগম শিশু নাইমুল হুদার জীবন নিয়ে শংকিত হয়ে পড়েছেন। এমতাবস্থায় জীবন বাঁচানোর স্বার্থেই ৭ আক্টোবরের মধ্যে শিশু সন্তান নাইমুল হুদাকে দত্তক কিংবা বিক্রয় করতে চায় নাজমা বেগম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *