অক্টোবর ৩, ২০২৫

পালিত ছেলের সম্পত্তি আত্মসাৎ করতে বিধবার নামে মামলা

0
WhatsApp Image 2025

লক্ষ্মীপুরে পালিত ছেলে মৃত শাহ আলমের সম্পত্তি আত্মসাৎ করার জন্য জন্মদাতা পরিচয় দিয়ে সিরাজ মিয়া নামে এক ব্যক্তি প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। সম্পত্তি আত্মসাৎ করতেই শাহ আলমের বিধবা স্ত্রী হালিমা আক্তারের নামে তিনি মামলা করেছেন।

এ ঘটনায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হালিমা জেলা প্রশাসকের বরাবর তার ফ্রন্ট ডেস্কে সিরাজের নামে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযুক্ত সিরাজ সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ছোট ভল্লবপুর গ্রামের ছেলামত উল্যাহর ছেলে। তার পালিত ছেলে মৃত শাহ আলমের স্ত্রী হচ্ছেন ভুক্তভোগী হালিমা। অভিযোগ সূত্র জানায়, শাহ আলম রায়পুরের কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের আব্বাছ উদ্দিন ও শাহিদা বেগম দম্পতির ছেলে। তার জন্মের পর আব্বাছ ও শাহিদার বিবাহ বিচ্ছেদ হয়।

এতে সদরের ছোট ভল্লবপুর গ্রামের সিরাজকে শাহিদা বিয়ে করেন। শাহ আলমের বাবা ২০০০ সালের ২০ মার্চ মারা যান। এজন্য তিনি জাতীয় পরিচয়পত্রসহ সকল কাগজপত্রে বাবার নামের জায়গায় সিরাজের নাম দেয়। ২০২৩ সালের ১৬ নভেম্বর শাহ আলম মারা যান। এখন জাতীয় পরিচয়পত্রে বাবার নামের স্থলে সিরাজের নাম থাকায় তিনি শাহ আলমের সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা করে আসছেন।

একই কারণে শাহ আলমের বিধবা স্ত্রী হালিমার নামে তিনি পারিবারিক আদালতে মামলা করেছেন। হালিমা অভিযোগ করে বলেন, সিরাজ আমার স্বামীর পালিত বাবা। সেই সূত্রে তিনি তার কোন সম্পত্তি পাবেন না। কিন্তু জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে তিনি নিজেকে জন্মদাতা দাবি করে আমার স্বামীর সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছেন। আমাকে মামলা দিয়ে হয়রানি করছেন।

সিরাজ যে শাহ আলমের পালিত পিতা সে বিষয়ে চরশাহী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্রসহ সকল প্রমাণাদি রয়েছে। এ ব্যাপারে সিরাজ মিয়ার মোবাইলফোনে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি। ক্ষুধে বার্তা পাঠিয়ে সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *