অক্টোবর ৩, ২০২৫

পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

0
WhatsApp Image 2025-09-25 at 16.32.21_73d78f3f

এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে বাংলাদেশ নাকি পাকিস্তান?

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সেই সমীকরণের ম্যাচে সুপার ফোরের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে আবারও মাঠে নামছে টাইগাররা। ভারতের বিপক্ষে হারের ম্যাচে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে।

ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। পাশাপাশি দলে ফিরছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার তাসকিন আহমেদ

ওপেনিংয়ে আস্থা রাখা হচ্ছে ফর্মে থাকা সাইফ হাসান ও বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিমের ওপর। লিটন ফিট হয়ে ফিরলে তিন নম্বরে খেলবেন তিনি। আর লিটন না খেলতে পারলে বিকল্প ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।

উইকেটরক্ষক পজিশনে জাকের আলীর পরিবর্তে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। মিডল অর্ডারে পরিবর্তনের আভাস আছে শামীম হোসেনের জায়গাতেও।

বোলিং আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে নতুন বলে থাকবেন তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে শেখ মেহেদীর সঙ্গে থাকবেন রিশাদ হোসেন অথবা নাসুম আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন/নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *