আগস্ট ২৪, ২০২৫

‎লক্ষ্মীপুরে ২ দিনব্যাপী রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

1755852267457_optimized_4000

লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ( ২২ আগস্ট ) সকালে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজনে উপজেলা মিলনাতনে এ কর্মশালার আয়োজন করা হয়।

‎প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রাজিব কুমার সরকার এতে সভাপতিত্ব করেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ লক্ষ্মীপুরের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া তপন।

বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড অভি দাস, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাহবুবে এলাহি সানি, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের উপদেষ্টা আব্দুর রব শামীম প্রমুখ।

দুই দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সঙ্গীত প্রশিক্ষণ প্রদান করছেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের প্রশিক্ষক সুমা রায় ও সুতপা সাহা।

‎বক্তারা বলেন, রবীন্দ্রসঙ্গীতের সৌন্দর্য, শুদ্ধতা ও আবেগশক্তিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন