আগস্ট ২৪, ২০২৫

রাজনীতিতে গুনগত পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়েছেন তারেক রহমান —–শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

Lakshmipur BNP Leader Anee News Pic

নিজস্ব প্রতিনিধি :
তারেক রহমানের উদ্বৃতি দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘৫ তারিখের পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতৃত্বে একটা গুনগত পরিবর্তন চায় দেশের মানুষ। আমাদের কাছে মানুষের প্রত্যাশা বেশি। যার কারণে নিজের কার্টুন তিনি শেয়ার করেছেন । তার মানে তারেক রহমান মনে করছেন, এ দেশে বর্তমান প্রেক্ষাপটে ৫ তারিখের পর রাজনীতিতে যে গুনগত পরিবর্তন তার নেতৃতে¦ই সেই পরিবর্তনটা শুরু করেছেন এবং তিনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমাদের দলের নেতাকর্মীদের সামনে বার বার বলছেন এবং সেই অভিজ্ঞতা আমাদের সামনে নিয়ে এসেছেন।’
শনিবার রাতে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় মাঠে স্থানীয় একটি পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যানি আরও বলেন, ‘টার্গেটে পেঁছাতে হলে এ দেশে জাতীয় ঐক্যমতটা খুব জরুরী। আমরা মনে করি সকল পরামর্শের জায়গা থেকে জাতীয় ঐক্যমতটা দৃঢ় হওয়া উচিত। যেটি বার বার তারেক রহমান তার বক্তব্যের মধ্য দিয়ে ৩১ দফার মাধ্যমে বলছেন। সে জাতয়ি ঐক্যমত গঠন করতে গিয়ে আজকে যখন কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত শোনে আশাহত হই। অনেকটা আশাহত যেন না হই সেই চ্যালেঞ্জটা তারেক রহমান দায়িত্ব নিয়ে করছেন। সকল রাজনৈতিক দলের সহযোগিতা তিনি কামনা করছেন। আমার দৃঢ় বিশ^াস শেষ পর্যন্ত এক মঞ্চে থাকবো, ঐক্যে থাকবো এবং সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হবো।’
স্থানীয় দৈনিক মেঘনা প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক এবং জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুল সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এবি এম আশ্রাফ উদ্দিন নিজান, জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা পত্রিকাটির মোড়ক উম্মোচন করেন

সংবাদটি শেয়ার করুন