লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন


নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী।
শনিবার (১৬ আগস্ট) বিকালে শহরের শ্যাম সুন্দর জিউ আখড়ার সামনে থেকে জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।
এরআগে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. শৈবাল কান্তি সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল, ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রক্ষ¥চারী, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক জুটন কুরী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ভানু নাগ ও মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতীতি প্রমা।
সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম একটি উৎসব। ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশ ও জাতির মঙ্গল কামনার্থে সকল ধর্মের মানুষকে নিজ নিজ ধর্ম ও জীবন দর্শনের চর্চা আয়ত্ব করার প্রয়োজন। তাতে আমাদের মনের গভীরে জমে থাকা হিংসা, লোভ, অসততা দূর করে একজন পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করবে।
জন্মাষ্টমী উপলক্ষে গীতাযজ্ঞ, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও জন্মাষ্টমীতে ইসকন মন্দিরে তিনদিন ব্যাপি কৃষ্ণ কথা আলোচনা, মহা অভিষেক ও মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে।