খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে লক্ষ্মীপুরে দোয়া মাহফিল


মাদার অফ ডেমোক্রেসি, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে লক্ষ্মীপুরে দোয়া মাহফিল আয়োজন করেছে জেলা বিএনপি।
শুক্রবার বাদ আছর শহরের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এ আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত চেয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশায় মুনাজাত করা হয়।