আগস্ট ২৪, ২০২৫

লক্ষ্মীপুরে প্রায় ৩’শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী কর্ণার উদ্বোধন

WhatsApp Image 2025-08-10 at 4.42.23 PM

‎লক্ষ্মীপুরে প্রায় ৩’শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী কর্ণার উদ্বোধন করা হয়েছে ।

‎বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে লাইব্রেরি কর্নার উদ্বোধন করেন
‎চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন।

‎এর আগে সদর উপজেলা হলরুমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০৫টি করে বই প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা প্রমুখ।

‎পরে টাউন সরকারের প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কর্নার উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সময়ে বিদ্যালয় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেন এবং অতিথি বিন্দু তা উপভোগ করেন।

‎উপজেলা শিক্ষা অফিসার কে এম জামান ও প্রধান শিক্ষক, সামিমা আক্তারসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেন বিদ্যালয় শিক্ষক সোলাইমান

সংবাদটি শেয়ার করুন