আগস্ট ২৪, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলনগর প্রেস ক্লাবের মানববন্ধন

IMG_20250809_133538_172

গাজীপুরে দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিচার দাবিতে মানববন্ধন করেছে কমলনগর প্রেস ক্লাব।

শনিবার (৯ আগস্ট) সকাল উপজেলার হাজিরহাট বাজারে কমলনগর প্রেস ক্লাব কার্যালয়ের গলিে সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কমলনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজের সঞ্চালনায় সভাপতি ইউসুফ আলি মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা সমাজতান্ত্রীকদল জেএসডির সভাপতি আব্দুল মোতালেব। কমলনগর জামায়াত ইসলামের আমীর মাওলানা আবুল খায়ের, উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাও গিয়াস উদ্দিন, গণঅধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক সোলাইমান, প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী ইউনুস ও এ আই তারেক, যুগ্ম সম্পাদক মোঃ ইব্রাহিম, অর্থ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন আমু, লাখোকন্ঠ প্রতিনিধি আব্দুর রহমান বিশ্বাস, কালবেলার প্রতিনিধি শরীফ, যুগান্তর প্রতিনিধি শাহরিয়ার কামাল, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এহসান রিয়াজ।

এছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোঃ শরীফ, ইব্রাহিম সোলতান, মোঃ শরীফ, ব্যবসায়ী সিব্বির আহমেদ, মাহমুদুর রহমান মন্জু, আব্দুর রহমান প্রমুখ।

সভাপতি ইউসুফ আলি মিঠু বলেন, “সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকি। আমরা এই বর্বরতা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।”

কমলনগর উপজেলা সমাজতান্ত্রীকদল জেএসডির সভাপতি আব্দুল মোতালেব বলেন, “রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এমন ঘটনা ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হই। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরাধের বিচার না হলে সমাজে অশান্তি ছড়িয়ে পড়বে।”

কমলনগর জামায়াত ইসলামের আমীর মাওলানা আবুল খায়ের বলেন, “যেখানে সাংবাদিকদের নিরাপত্তাই ঝুঁকির মধ্যে, সেখানে সাধারণ মানুষের অবস্থা কেমন হবে তা কল্পনা করা যায়। সাংবাদিকদের উপর হামলা ও হত্যাকাণ্ড মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”

উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার বলেন, সত্য লিখতে গিয়ে সাংবাদিরা সন্ত্রাসীদের টার্গেট হয়। তাদের নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে। না হয় দেশে সন্ত্রাসীরা দেশ অচল হয়ে পড়বে।

লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাও গিয়াস উদ্দিন বলেন, সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার করে দেশের মানুষকে শান্ত করতে হবে। তা হলে ভবিষ্যৎ কেউ আর সাংবাদিককে টার্গেট করার সাহস করবে না।

মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন