অক্টোবর ১৫, ২০২৫

গণঅভ্যুত্থান দিবস লক্ষ্মীপুরে শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় শহীদ আফনানের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়।

পরে সদর উপজেলা পরিষদ হলরুমে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে জুলাই শহীদ সম্মিলন অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই সময়ে শহীদ কাউছার, সাব্বির ও ওসমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানায় স্থানীয় প্রশাসন। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন তারা। নিহত আফনানের মা সন্তান হত্যার বিচার দাবী করে প্রধান আসামী টিপুসহ অন্যদের গ্রেফতারের দাবী জানিয়ে রাষ্ট্র সংস্কারের দাবী করেন।

পুলিশ সুপার ও জেলা প্রশাসক বলেন, শহীদদের আত্মদান ও তাদের চেতনাকে সমুন্নত রাখতে কাজ করছে সরকার। সকল জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে কাজ করছে প্রশাসন।

শেয়ার করুন