আগস্ট ২৫, ২০২৫

‎পাঁচতলার কার্নিশ থেকে রহস্যময় যুবক উদ্ধার

IMG-20250803-WA0016

লক্ষ্মীপুরে রহস্যময় এক যুবক পাঁচতলা ভবনের কার্ণিশ থেকে ঝাঁপ দেয়ার ভয় প্রদর্শন করে স্থানীয়দের আতঙ্কিত করে তোলেন।

রবিবার (৩ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার বালিকা বিদ্যা নিকেতন সড়ক এলাকায় ঘটনাটি ঘটে।  যুবক ইমন পৌরসভার বাঞ্চানগর এলাকার দোখলা বাড়ির মো. খোকনের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,সন্ধ্যায় ফায়ার সার্ভিস কর্মীরা খবর পান ৫ তলা ভবনের কার্নিশে উঠে ইমন হোসেন (২৫) নামে এক যুবক আটকা পড়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যুবকটি নিচে ঝাঁপ দেওয়ার ভয় প্রদর্শন করছেন স্থানীয়দের। পরে এক ঘন্টা চেষ্টা চালিয়ে তার আবদার (ফুলের মালা পরিয়ে) মিটিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে। এসময় উৎসুক জনতা ভিড় করেন ঘটনাস্থলে।

এসময় ইমন জানান, তাকে চোর ও ইয়াবাসেবী অপবাদ দিচ্ছে মানুষ। এজন্য জীবন দিতে প্রস্তুতি নিয়েছে সে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রঞ্জিত  কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ইমনকে উদ্ধারের পর পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ইমন মানসিক বিকারগ্রস্থ বলে জানা গেছে বলে জানা  তিনি।

সংবাদটি শেয়ার করুন