লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের র্যালি


ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে “জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ” প্রতিপাদ্যে র্যালি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর জেলা শাখা।
শনিবার ( ২ আগস্ট ) সকাল ১০ টায় শহর দক্ষিণ তেমুহনী থেকে শুরু করে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য এই র্যালি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি মো: ফরিদ উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন শহর শাখার সাবেক সভাপতি হারুনুর রশিদ, জেলা সভাপতি আবদুর রহমান, শহর সেক্রেটারি আবদুল আউয়াল হামদু এবং জেলা সেক্রেটারি আরমান হোসেন।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ সাব্বির হোসেনের পিতা আমির হোসেন, শহীদ কাউছার হোসেন বিজয়ের ছোট ভাই বিপুল হোসেন, আন্দোলনে আহত নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক আরমান হোসেনসহ শহর ও জেলার সম্মানিত নেতৃবৃন্দ।
বক্তারা জানান, এই র্যালির মাধ্যমে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের চেতনায় নব প্রজন্মকে উদ্বুদ্ধ করা ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নতুন উদ্যমে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।