প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


নিজস্ব প্রতিবেদক
সবুজে ঢেকে যাক প্রিয় মাতৃভূমি এই লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার ( ২৯ জুলাই ) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, প্রকৃতি রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা জরুরি। আজকের এই উদ্যোগ আগামী প্রজন্মকে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।