অধিকার আদায়ে শিক্ষকদের একজোট হওয়ার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টিচার্স ফোরাম (বিটিএফ) লক্ষ্মীপুর জেলা শাখার আলোচনা সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে শিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল করিম এবং গীতা পাঠ করেন স্বপন কুমার রায়। এরপর সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।
বিটিএফের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনির হোসেন দীপু উদ্বোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ মোহাম্মদ আজাদ হোসেন মিরাজ ও শারমিন আক্তার।
প্রধান অতিথি ছিলেন বিটিএফের সভাপতি হাবীবুল্লাহ রাজু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. মাকসুদ আলম। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. শান্ত আলী, সহ-সভাপতি মো. ইসমাঈল হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাশেদ অর্ণবসহ অনেকে উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য দেন লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাহাবুবুর রশীদ চৌধুরী, মনসুর আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন ও শাখাওয়াত হোসেন।
বক্তারা এনটিআরসি শিক্ষকদের বাসা ভাড়া, চাকরি শেষে পেনশন ভাতা এবং বিভিন্ন সুবিধার দাবি জানান। পাশাপাশি যেকোনো আন্দোলনে শিক্ষকদের একজোট হয়ে কাজ করার আহ্বান তোলেন।
অনুষ্ঠান শেষে বিটিএফ লক্ষ্মীপুর জেলা শাখার ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল ইসলাম শ্রাবণ সভাপতি এবং ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মোহাম্মদ আজাদ হোসেন মিরাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।