লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পানি উন্নয়ন বোর্ডের অভিযান


নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বুধবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার পৌর শহরের আঙ্গারপাড়া, কাঞ্চনপুর ইউনিয়নের কাটাখালি ও লামচর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস, পানি উন্নয়ন বোর্ড রায়পুর-লক্ষ্মীপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন জমিতে দখল করে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে কেউ যেন সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলতে না পারে, সেজন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।