আগস্ট ২৬, ২০২৫

লক্ষ্মীপুরে জামায়াত নেতা কাউসার হ-ত্যা: ‎২ আসামি ঢাকা থেকে গ্রে*প্তা-র

IMG-20250723-WA0002

নিজস্ব প্রতিবেদক  লক্ষ্মীপুর উপজেলার বাংখাঁ ইউনিয়নের ওয়ার্ড জামায়াত নেতা কাউসার আহম্মেদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রনি (২২) ও রকিকে (২১) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

‎বুধবার (২৩ জুলাই) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ নোয়াখালী ও লক্ষ্মীপুর সমন্বিত অঞ্চলের ভারপ্রাপ্ত কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। গ্রেপ্তারদের সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎মিঠুন কুমার কুণ্ড জানান, কাউসার হত্যা মামলার ২ নম্বর আসামি রনি ও ৬ নম্বর আসামি রকিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া থেকে মঙ্গলবার (২২ জুলাই) রাতে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৪, র‌্যাব-১০ এবং র‌্যাব-১১ যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

‎মামলার বিবরণী সূত্রে জানা যায়, নিহত কাউসার আহম্মেদের সঙ্গে কিছুদিন যাবৎ আসামিদের বিরোধ চলছিল। বিরোধের জেরে গত ৫ জুন বেলা ১১টা ৩০মিনিটের দিকে লক্ষ্মীপুর সদর থানাধীন রাজিবপুর গ্রামের বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা লোহার রড, পাইপ, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে কাউসার ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কাউসারসহ অন্যান্যরা এগিয়ে আসলে আসামিরা লোহার রড দিয়ে ভিকটিমের মাথার পেছনের অংশে আঘাত করে। কাউসার মাটিতে লুটিয়া পড়লে এজাহার নামীয় ২ নম্বর আসামি মো. রনি (২২) ও ৬ নম্বর আসামি রকি (২০) এসএস পাইপ ও লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন