আগস্ট ২৫, ২০২৫

আবেগঘন পরিবেশে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়

IMG-20250722-WA0032

নিজস্ব প্রতিবেদক ভবানীগঞ্জ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর হোসেন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার(২২ জুলাই) স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এম মনিরুল হক এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম,সদর(পূর্ব) উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্ মোহাম্মদ এমরান,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আলাউদ্দিন আলো,সদর উপজেলা প্রাথমিকক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মাওলা,ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুম মুনির,স্থানীয় ইউনিয়ন বিএনপি আহবায়ক এস এম আজাদ।

শিক্ষক আবদুর রহিম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষক নেতা সফিকুল ইসলাম সবুজ,মো. জাকির হোসেন,শরীফ মাহামুদ,ফছিউল আলম টিপু,সাইফুল হাসান পরান প্রমুখ।

বিদায় সংবর্ধনায় বিদায়ী শিক্ষক নুর হোসেন এর শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক আলোকপাত ও স্মৃতিচারন করেন বক্তারা।

শেষে বিদায়ী শিক্ষকের হাতে বিভিন্ন পুরুস্কার তুলে দেন সহকর্মীরা। এরপর বিশেষভাবে সাজানো একটি প্রাইভেট কার এ করে বিদ্যালয় আঙিনা থেকে তাঁকে চরভুতার নিজ বাড়ীতে পৌঁছে দেওয়া হয়। এসময় বিদ্যালয়জুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

প্রসঙ্গত : মো. নুর হোসেন দীর্ঘ ২৩ বছর ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। শিক্ষকতার দীর্ঘ সময়ে তিনি দায়িত্বশীল,নিষ্ঠাবান,সততা ও দক্ষতার স্বাক্ষর রাখেন বলে সহকর্মী ও স্থানীয়রা জানান।

সংবাদটি শেয়ার করুন