সেপ্টেম্বর ৮, ২০২৫

লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী চলমান অস্থিরতা এবং প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে, জনগণের নিরাপত্তা আজ হুমকির মুখে। তারা দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান।

শেয়ার করুন

আরও সংবাদ