জুলাই ১, ২০২৫
WhatsApp Image 2025-06-24 at 19.02.05_195062d7

নিজস্ব প্রতিবেদক : একীভূত শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে একীভূত করণের লক্ষ্যে২০২৪-২৫ এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করেছেন প্রাথমিক শিক্ষা বিভাগ।
আজ মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে বেলা ৩ ঘটিকার সময় একীভূত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকল্পে  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র, চশমা, ঔষধ,ও ক্র্যাচ নগদ অর্থ  বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সদর উপজেলা নির্বাহী অফিসার  জামশেদ আলম রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সসহকারি  শিক্ষা অফিসার মোহাম্মদ মাকসুদ আলম, শহিদুল ইসলাম রাসেল, এম মনিরুল হক। সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন। এ্যাসস্টিভ ডিভাইস বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশ্চিম বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র সাহা। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ও শিক্ষক, অভিভাবকবৃন্দ, উপস্থিত ছিলেন। বক্তারা বলেন সরকার সবার জন্য শিক্ষা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষার জন্যও করেছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি নিশ্চিতকরণ ও পাঠদান করা হচ্ছে, দেয়া হচ্ছে বিভিন্ন উপকরণ। যেমন- হুইল চেয়ার, চশমা, ক্র্যাচ, হেয়ারিং ডিভাইস। এতে শুধু একটি বড় সংখ্যক শিক্ষার্থী শিক্ষাই পাচ্ছে না, বরং সামাজিক বৈষম্য হ্রাস পাচ্ছে, পরিবর্তন হচ্ছে তাদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি, দূর হচ্ছে তাদের প্রতিবন্ধকতাও। তাদেরকে সঠিক শিক্ষা, যথাযথভাবে গড়ে তুলতে পারলে তারাও স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবে।