লক্ষ্মীপুরে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে র্যালি ও সভা


নিজস্ব প্রতিনিধি: ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারন করে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসন ও ফেনী কলকারখানা প্রতিষ্ঠান পরিষদ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সগক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এসে সভায় মিলিত হয় র্যালিতে অংশগ্রহণকারীরা। এতে জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে আরও ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক, পরিষদের পরিদর্শক শুবন্কর দত্ত প্রমুখ।