জুলাই ১, ২০২৫

মেধাবী শিক্ষার্থী মালিহা’র দায়িত্ব নিলেন লক্ষ্মীপুরের ডিসি

Lakshmipur Talented Student News PIC 19.06.2025

নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী আবিদা রহমান মালিহা’র দায়িত্ব নিয়েছেন লক্ষ্মীপুরের ডিসি। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসক রাজিব কুমার সরকার তার কার্যালয়ে শিক্ষার্থীর পরিবারকে ডেকে ভর্তিসহ শিক্ষা কার্যক্রমের জন্য আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন মালিহা’র বাবা মো: মাহ্ফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সহকারি কমিশনার মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী প্রমুখ।
জানা যায়, মালিহা লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকার মো: মাহ্ফুজুর রহমানের মেয়ে। ৪ ভাই বোনের মধ্যে সে পরিবারের প্রথম সন্তান। সম্প্রতি ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে (খ ইউনিট) ৫০তম স্থান অর্জন করে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় মালিহা। এরআগে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ও লক্ষ্মীপুর সরকারি কলেজ এইচ এস সি পরীক্ষায় ভালো ফলাফল করেন মালিহা।
মালিহা বলেন, আইন বিভাগে পড়া আমার স্বপ্ন ছিল। ঢাকা বিশ^বিদ্যালয়ে আমি ভর্তির জন্য চুড়ান্ত হয়েছি। কিন্তু টাকার অভাবে তা ভেস্তে যেতে বসেছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসক আমাকে ভর্তির জন্য আর্থিকভাবে সহায়তা করেছেন। আমি যেভাবে সহযোগীতা পেয়েছি, একজন ভালো আইনজীবি হয়ে আমি অন্যদের সহযোগীতায় কাজ করবো।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে ভর্তি হতে পারছেনা খবর পেয়েই তার শিক্ষাকার্যক্রমে আমরা সহায়তা করেছি। মালিহার মতো জেলার প্রতিভাবান অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ও একই উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ^স্ত করেন তিনি।