এপ্রিল ২৭, ২০২৫

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসন শীর্ষক সভা

Lakshmipur Resolve Waterlogging Meeting News pic 27.04

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বর্ষা মৌসুমে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর প্রশাসক মো: জসীম উদ্দিন।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোশারেফ হোসাইন, জেপি দেওয়ান (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূঁইয়া, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও রামগঞ্জ, রামগতি, রায়পুর, কমলনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, এনজিও ফোরামের জেলা সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট নুর মোহাম্মদ প্রমুখ।
বক্তারা, জলাবদ্ধতার প্রধান সমস্যা হিসেবে খাল-নদী দখল দূষণ, অবৈধ স্থাপনা ও দূর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চিহ্নিত করে প্রতিকারে কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ জন সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *