লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সংবর্ধনা

0
Lakshmipur Songbordhona News pic 26.04.2025

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে সদর উপজেলাধীন অবসরপ্রাপ্ত ২৮জন শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে এ কে এম আব্দুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে শহরের একটি রেস্তোরায় এ সংবর্ধনা দেয়া হয়। এতে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম। এসময় অন্যান্যের মধ্যে আরো ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, অধ্যক্ষ হারুন আল মাদানী, আবুল ফারাহ নিশান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে আলেম সমাজের গুরুত্ব বিশ্লেষন করেন।
এসময় ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *