সাবেক দলকে পেয়ে আইপিএলে ইতিহাস গড়লেন রাহুল

0
rahul-1-20250423095805
স্পোর্টস ডেস্ক: প্রতিশোধ বোধকরি এভাবেই আসে। গেল আসরে কে এল রাহুল ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের। সেবারে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার মনোমালিন্যের খবর কয়েকবারই শিরোনাম হয়েছিল। আর এবারে ঠিকানা বদলে রাহুল এসেছেন দিল্লি ক্যাপিটালসে। আর রাজধানীর ফ্র্যাঞ্চাইজিতে আছেন দারুণ ছন্দে।

কিন্তু, আইপিএল ইতিহাসে নিজের নামটা খোঁদাই করে রাখতে বেছে নিলেন নিজের সাবেক দল লখনৌকেই। সঞ্জীব গোয়েঙ্কা হয়ত গ্যালারি থেকে দেখে খানিক আক্ষেপেও পুড়ছিলেন। চোখের সামনেই যে চেয়ে চেয়ে দেখলেন তার দলের সাবেক অধিনায়ক আইপিএলের ইতিহাসটাই লিখছেন নতুন করে।
ঘরের মাঠে এইডেন মার্করাম এবং মিচেল মার্শে ভর করে ২০ ওভারে ১৫৯ পর্যন্ত গিয়েছিল লখনৌ।

জবাবে অভিষেক পোড়েলের ৫১ রানের সঙ্গে কেএল রাহুলের ৫৭ রান দিল্লিকে এনে দেয় ৮ উইকেটের বড় জয়। আর ৫৭ রানের ইনিংস খেলার পথে আইপিএলে দ্রুততম ৫ হাজার রানের মালিক হয়েছেন রাহুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *