বাংলাদেশের ব্যাটিংয়ে ব্যর্থতার কারণ জানালেন মুমিনুল


ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের ধারহীন ব্যাটিংয়ের আরেকটি করুণ চিত্র দেখা যাচ্ছে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও টপ অর্ডার ব্যাটারদের ব্যাটে রান নেই। ওপেনার সাদমান ইসলাম দুই ইনিংসেই ম্লান এবং মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ইনিংসে থিতু হয়েও বেশিক্ষণ টিকতে পারলেন না। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও ইনিংস মেরামতের দায়িত্ব নিতে হয় নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হককে।
দিন শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সংবাদ সম্মেলনে আসা মুমিনুলের কাছে মানহীন পারফরম্যান্স নিয়ে জানতে চাওয়া হয়। ঘরোয়া লিগে উন্নতি ও বিদেশি আনলে মান বাড়ত কি না এমন প্রশ্নে তার উত্তর– ‘আমার কাছে মনে হয় তো যতদিন উইকেট পরিবর্তন হবে না, ততদিন মান বাড়বে না। এখানে যে উইকেটে খেলা হয়েছে এরকম উইকেট থাকলে পেসাররা উৎসাহী হবে, উইকেটটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়।’
একসময় দেশের ঘরোয়া ক্রিকেট খেলতে আসতেন বিদেশি ক্রিকেটাররা। তেমন কিছু করা হলে পরিবর্তন আসার সম্ভাবনা প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘প্রত্যেকটা বিভাগে সেরকম সুযোগ-সুবিধা তৈরি করে দেওয়া উচিৎ। আর বিদেশি খেলোয়াড়দের সুযোগ দিলে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। কিন্তু সেখানে আরেকজন বোলার সুযোগ পাবেন না, ওই জায়গাটা সংক্ষিপ্ত হয়ে আসবে। এখানে তো একটা ঘাটতি থেকে যাচ্ছে। তখন (দেখা যাবে) এক জায়গায় লাভ হচ্ছে, আরেক জায়গায় লস হচ্ছে।’