৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

0
PXL_20250422_055339725

নিজস্ব সংবাদদাতা:
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (২২এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পত্রিকাটির পাঠক সংগঠন আমার দেশ পাঠক মেলা লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকরা দ্রুত মামলা প্রত্যাহার ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।
দৈনিক আমার দেশ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাজীব হোসেন রাজু পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল।
এছাড়া উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম খান,  রাকিব হোসেন রনি, সদস্য হাবিবুর রহমান সবুজ, আরটিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা, কিশোর কুমার দত্ত, রেজাউল করিম সুমন, হাসান মাহমুদ শাকিল, বিজয় টিভির প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, বাংলা নিউজের প্রতিনিধি নিজাম উদ্দিন, এশিয়ান টিভির ডালিম কুমার দাস টিটু, ডেসটিনি প্রতিনিধি নজির আহমদ, আমার দেশ কমলনগর প্রতিনিধি আমজাদ হোসেন, রায়পুর প্রতিনিধি জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে গণমাধ্যমের কন্ঠরোধ করতে চায় কুচক্রি মহল। অতীতেও সাংবাদিকদের হামলা-মামলা দিয়ে দমিয়ে রাখতে চেয়েছে। মাহমুদুর রহমান একজন নির্যাতিত সাংবাদিক। তার বিরুদ্ধে আবারও মামলার মাধ্যমে প্রমানিত হচ্ছে স্বাধীন গণমাধ্যম এখনও প্রতিষ্ঠিত হয়নি। আমরা দ্রুত মামলা প্রত্যাহার সহ মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *