দুর্বৃত্তের আগুনে পুড়ে মরল ৩ গরু

0
fire-20250420123748

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে কৃষক খলিলুর রহমান খলিলের ৩টি গরু পুড়ে মারা গেছে। আগুনে গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২০ এপ্রিল) ভোরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুশাখালী গ্রামে নুরনবী হেড বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কৃষকের দাবি প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে তার। ভুক্তভোগী কৃষক খলিল কুশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের মেজো ভাই।

ভুক্তভোগী খলিল জানান, গোয়ালঘরে ৩টি গরু ছিল। শনিবার (১৯ এপ্রিল) রাতে খড় দিয়ে তিনি ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে ঘুম ভেঙে গেলে তিনি গোয়ালঘরে আগুন জ¦লতে দেখেন। এতে চিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিভলেও এরআগেই গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। সেখানে থাকা তার ৩টি গরুই পুড়ে মারা যায়।

তিনি বলেন, আগুন দেওয়ার ঘটনাটি পরিকল্পিত। ধারণা করা হচ্ছে- চোরের দল গরুগুলো চুরি করতে এসেছে। কিন্তু চুরি করতে না পেরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে গরুগুলোকে হত্যা করা হয়েছে। ঘরটি পুরো ছাই হয়ে পড়ে আছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *