আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানা যায়, আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে কালেক্টরেট স্কুল, লক্ষ্মীপুর। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দলনেত্রী অষ্টমী পাল অহনা।
অন্যদিকে, কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি, রামগঞ্জ এবং রানার্স আপ হয়েছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ। কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন ন্যাশনাল আইডিয়াল কলেজের দলনেতা জাহিদ হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্রসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও বক্তৃতা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে তরুণ প্রজন্মকে নৈতিক ও প্রজ্ঞাবান নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত এ ধরনের আয়োজনের বিকল্প নেই।
