লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে ৫৪ তম সমবায় দিবস পালিত হয়েছে
শনিবার (১ নভেম্বর) সকালে জেলা সমবায় দপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার মিলিত হয়।
জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন রুমি সভাপতিত্বে সভায় ছিলেন জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা, জেলা পুলিশের গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটু, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, পরিদর্শক ওমর ফারুক, প্রফেসর নিজাম উদ্দিন, তারেক মনোয়ার, এ্যাড: মাহামুদুল হক সুজন প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের দেশে সমবায় কর্মকান্ড চালু করা হয়। সমবায় মানে হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হয়েছে। আগামিতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় সমবায়ে নিবন্ধীত বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
