সেপ্টেম্বর ৯, ২০২৫

গ্রামপুলিশদের বার্ষিক সমাবেশ ও পোশাক বিতরণ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলার গ্রামপুলিশদের বার্ষিক সমাবেশ ও পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ই আগষ্ট) সকালে সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, স্থানীয় সরকারের উপ পরিছালক জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, সদর উপজেনির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাজিব কুমার সরকার গ্রামপুলিশদের শপথ পাঠ করান, কাজের দক্ষতায় এগিয়ে থাকা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন।

পরে গ্রামপুলিশদের পোশাক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

শেয়ার করুন

আরও সংবাদ