আম্পায়ার সৈকত বিসিবিকে দিয়েছেন চিঠি, জানা গেল যা


ক্রীড়া প্রতিবেদক: দেশের ক্রিকেটের সেরা আম্পায়ার বলা চলে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি। খেলা পরিচালনা করছেন আইসিসির বৈশ্বিক ইভেন্টেও। ডাক পেয়েছেন বোর্ডার-গাভাস্কার সিরিজের মতো মর্যাদার টেস্ট সিরিজের ম্যাচ পরিচালনার কাজেও।
তবে সেই আম্পয়ার সৈকতই এবার বিসিবির চাকরি ছাড়তে চাইছেন বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়কে নিয়ে সিসিডিএমের সিদ্ধান্তের প্রেক্ষিতে বেশ ক্ষুব্ধই হয়েছেন দেশসেরা এই আম্পায়ার। আর তারই প্রেক্ষিতে ক্রিকেট বোর্ডের কাছে চাকরি ছাড়তে চেয়ে পত্র দিয়েছেন বলেও জানা গিয়েছে।
বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে যে আম্পায়ার সৈকত একটি চিঠি দিয়েছেন বিসিবিকে। তবে মিডিয়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এখনোনি বিস্তারিত কিছু জানাননি, ধারণা করা হচ্ছে সবকিছু সমাধানের চেষ্টায় তিনি। তবে মিঠু জানিয়েছেন তাওহীদ হৃদয়ের শাস্তি কমানোর প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।