জেলা জামায়াতের সংবাদ সম্মেলন ৩০ জানুয়ারি লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াত আমীর

৩০জানুয়ারি (শুক্রবার) লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে দলটির লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা জানান, নির্বাচনী সফরের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুর সফরে আসছেন। ওই দিন বিকাল ৩টায় শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে ডাকসু ও জাকসুর ভিপিসহ অনেকে আসার কথা রয়েছে।
অনুষ্ঠিতব্য জনসভায় প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে জানিয়ে জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন জামায়াত নেতৃবৃন্দ।
