নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) বিদ্যালয়ের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন, খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: রবিউল ইসলাম খান, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও জসিম উদ্দিন প্রমুখ।
সভায় নিরাপদ খাদ্য আইনে অপরাধ ও শাস্তি বিষয়ে সচেতন সহ নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেন অতিথিরা। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।