লক্ষ্মীপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান।
এতে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ৫০ জন সাংবাদিক অংশ নেন। এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, নোয়াখালীর সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান ও পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
প্রশিক্ষণে নির্বাচনে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ প্রক্রিয়া, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে আলোকপাত করা হয়।